দলিলের নকল বা সার্টিফাইড কপি প্রাপ্তির নিয়ম

  

কিভাবে নকল তুলবেন?

দলিল নিবন্ধন আইন ১৯০৮ সনের ৫৭(১) ধারা মোতাবেক প্রয়োজনীয় ফিস পরিশোধ পূর্বক, যে কোন ব্যক্তি অর্থাৎ স্থাবর সম্পত্তি সংক্রান্ত দলিলের এবং রেজিস্ট্রি করতে অস্বীকার করা দলিলের রেজিস্ট্রার বহি ও ১ নং রেজিস্ট্রার বহি সম্পর্কিত সূচি বহি পরিদর্শন করতে পারে এবং উক্ত আইনের ৬২ ধারার বিধানা মতে উক্ত বহি সমূহে লিপিবদ্ধ বিষয়ের নকল গ্রহন করতে পারে।

এবং ৫৭(২) ধারা মোতাবেক প্রয়োজনীয় ফিস পরিশোধ পূর্বক দলিল দাতা বা তার এজেন্ট এবং দাতার মৃত্যুর পর যে কোন আবেদনকারী ৩ নং বহি (নিবন্ধিত উইলের রেজিস্টার বহি) তে লিপিবদ্ধ বিষয়ের এবং ৩ নং বহি সম্পর্কিত সূচিপত্রের নকল গ্রহন করতে পারে। 

এবং ওই আইনত ৫৭(৩) ধারা মোতাবেক প্রয়োজনীয় ফিস পরিশোধ পূর্বক দলিলের সম্পাদনকারী বা গ্রহীতা ব্যক্তি বা তার প্রতিনিধি ৪ নং বহিতে লিপিবদ্ধ বিষয়ের নকল গ্রহন করতে পারে।

রশিদ হারিয়ে গেলে  করণীয় কি ?

একই আইনত ৫৭(৪) ধারা মতে, ৩ নং ও ৪ নং বহিতে লিখিত বিষয়ের তল্লাশি, সাব-রেজিস্ট্রার এর মাধ্যমে করা যাবে।

তল্লাশের আবেদন

দলিল নিবন্ধন আইন ২০১৪ এর ১০৮ অনুচ্ছেদে তল্লাশ ও নকলের আবেদনের নিয়মাবলী লিপিবদ্ধ আছে।

এ অনুচ্ছেদে বলা হয়েছে, যে সকল ক্ষেত্রে তল্লাশ ও পরিদর্শনের জন্য কোন ফিস পরিশোধ যোগ্য নহে, সে সকল ক্ষেত্র ব্যতিত, সকল ক্ষেত্রে নকলের জন্য আবেদন দাখিল করিবার পূর্বে (৩৬ নং ফরম অনুযায়ী) তল্লাশ ও পরিদর্শনের জন্য আবেদন করিতে হইবে। এরপর ৩৭ নং ফরমে নকলের জন্য আবেদন করিতে হইবে।

কিভাবে তল্লাশ করবেন ও নকল তুলবেন?





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন