ভূমি উন্নয়ন কর কি? কিভাবে ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ করবেন?

যেভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে, বাংলাদেশে যেভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে, অনলাইনে যেভাবে দেবেন ভূমি কর, অনলাইনে খাজনা পরিশোধের নিয়ম, অনলাইনে ভূমি উন্নয়ন কর

ভূমি উন্নয়ন কর অধ্যাদেশ ১৯৭৬ সালে খাজনা শব্দটি বাদ দিয়ে ভূমি উন্নয়ন কর বলা হয় ৷ এই ভূমি উন্নয়ন কর-ই হলো খাজনা ৷ যা বর্তমানে অনেকেই ভূমির খাজনা হিসেবে জানি ৷ 

ভূমির বাৎসরিক এই কর বা খাজনা বাংলা সন অনুয়াযী আদায় করা হয় ৷ তাই বছরে একবার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয়৷ 

ভূমি উন্নয়ন কর কি?

ভূমির মালিকগণ নিজের জমি ব্যবহার ও ভোগদখল করার জন্য সরকারকে প্রতি শতাংশ জমির জন্য বাৎসরিক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কর হিসেবে পরিশোধ করতে হয় ৷ আর এই কর পরিশোধ করাটাই হলো ভূমি উন্নয়ন কর 

ভূমি উন্নয়ন কর কোথায় পরিশোধ করতে হয়?

ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য প্রতিটি উপজেলায় রয়েছে এলাকা ভিত্তিক ইউনিয়ন ভূমি অফিস, ভূমির মালিকগণ তাদের নিজস্ব ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে একটি রশিদ গ্রহণ করে থাকবেন  আর রশিদ কে বলা দাখিলা বা খাজনার রশিদ 

দাখিলার গুরুত্ব 

খাজনার রশিদ বা দাখিলা জমির মালিকানা প্রমাণের একটি গুরুত্বপূর্ণ দলিল, যা দিয়ে ভূমির নামজারী, বেচা-কেনা এবং আরো অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় ৷ 

অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের নিয়মাবলী জানার জন্য নিচের লিংকটি ক্লিক করুন 

কিভাবে ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ করবেন?

মৃত স্ত্রীর সম্পত্তিতে স্বামীর  আইনগত অধিকার

মুসলিম ফারায়েজ আইন


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন