শুধু জমি জমা বিক্রয়ের ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রেও বেঁচা কেনার জন্য বিক্রয় চুক্তিনামা দলিল ক্রেতা/ বিক্রেতা কর্তৃক দলিল সম্পাদিত হয়ে থাকে ৷
তেমনি সিএনজি একটি মূল্যমানের যান্ত্রিক গাড়ি অনেক সিএনজি চালক আছেন যারা বেশ কিছু দিন তার সিএনজি ব্যবহারে পর বিভিন্ন কারনে অথবা টাকার প্রয়োজনে বিক্রয় করে থাকেন ৷
আজ জানবো
এটা দুইভাবে দলিল করা যেতে পারে একটি হলো উকিল/মহরীর মাধ্যমে জজকোর্ট হতে নোটারী পাবলিক করে নেয়া এবং অপরটি হলো সাব-রেজিস্ট্রি অফিসের কোন সনদ প্রাপ্ত দলিল লেখকের দ্বারা সম্পাদিত হতে হবে ৷
এর জন্য প্রয়োজন ১০০/- টাকা মূল্যের মোট ৩০০/- টাকার তিনটি স্ট্যাম্প
একটি পুরাতন সি এন জি বিক্রয়ের কবলা পত্র :-
বিক্রয় মূল্য- ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা
ক্রেতা /গ্রহীতার নাম ও ঠিকানা :- মোঃ রাশেদুল ইসলাম, পিতাঃ আব্দুল সালাম, গ্রাম- বোয়ালমারী, পোস্ট- মদনপুর, উপজেলা: শেরপুর, জেলা- শেরপুর ।
বিক্রেতা / দাতার নাম ও ঠিকানা :- মোঃ শফিকুল ইসলাম, পিতা: হাফিজুর রহমান, ধর্ম: ইসলাম, পেশা: ব্যবসা, জাতীয়তা: বাংলাদেশী, গ্রাম: বেলটিয়া, ডাকঘর: বেলটিয়া, উপজেলা: জামালপুর সদর, জেলা: জামালপুর ।
পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে একটি মোটর সাইকেল বিক্রয়পত্র দলিলের আইনানুগ বয়ান লেখা আরম্ভ করিলাম ৷ আমি বিক্রেতা- মোঃ শফিকুল ইসলাম একটি বাজাজ কোম্পানির ২৫০ সি.সি, সি এন জি বিগত ৩০/০২/২০২১ ইং তারিখে শাপলা মটরস জামালপুর শো-রুম হইতে ক্রয় করিয়া এযাবৎ পর্যন্ত ব্যবহার করিয়া আসিতেছি ৷
বর্তমানে আমি বিক্রেতা আমার ব্যবসায়িক কাজের জন্য নগদ টাকার একান্ত প্রয়োজনে উপরোক্ত সি এন জি টি আপনি ক্রেতার নিকট বিক্রয় করার প্রস্তাব করিলে আপনি উক্ত সি এন জি টি খরিদ করিতে সম্মত হওয়ায় উভয় পক্ষের সম্মতিক্রমে ন্যার্য মূল্য নির্ধারণ করিয়া নিম্নে লিখিত স্বাক্ষীগণের মোকাবেলায় নগদ ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা আপনার নিকট হইতে বুঝিয়া সি এন জি টি খানা আপনার নিকট বিক্রয় করিয়া সম্পূর্ণরুপে স্বত্বহীন হইলাম ৷ অদ্য হইতে উক্ত সি এন জি খানার উপর আমার আর কোন প্রকার দাবি দাওয়া রহিল না ৷ যদি কোনো প্রকার দাবি দাওয়া করি তাহা আইনত অগ্রাহ্য হইবে ।
প্রকাশ থাকে যে, আপনি ক্রেতা উক্ত সি এন জি খানা ব্যবহার কালে যদি কাগজ পত্রাদির কোনো জটিলতা প্রকাশ পায় তবে আমি তাহার সমস্ত দায়ভার গ্রহণ করিয়া মীমাংসা করিব ।
এতদ্বার্থে স্বেচ্ছায় স্বজ্ঞানে নিম্ন সাক্ষীগণের মোকাবেলায় / উপস্থিতিতে অত্র সি এন জি বিক্রয় পত্র দলিল লেখাইয়া সম্পাদন করিয়া দিলাম ।
ইতি সন- তারিখ :-
বিক্রিত সি এন জি এর বর্ণনা :-
১। গাড়ির নাম /কোম্পানির নাম:
২। ইঞ্জিন নং
৩। চেচিস নং
৪। রেজিস্ট্রেশন নং
৫। গাড়ির রং
৬। অশ্বশক্তি / সি সি-
(উপরোক্ত সি এন জি টির বর্ণনা ইত্যাদি কাগজপত্র পর্যালোচনা করিয়া পূরণ করিয়া দিবেন)
অত্র দলিল ০৩টি স্ট্যাম্প দ্বারা লিখিত এবং ---জন সাক্ষী রহিল ।
ক্রেতার স্বাক্ষর বিক্রেতার স্বাক্ষর
সাক্ষীগণের নাম :
Tags
দলিল